ছবি তোলার নীতিমালা

From Wikimania
This page is a translated version of the page 2019:Photography policy and the translation is 79% complete.
Outdated translations are marked like this.





উইকিম্যানিয়াকে নথিবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উইকিমিডিয়ানদের স্বাভাবিকভাবেই পরিপার্শ্বের পৃথিবীকে নথিবদ্ধ করতে চান। কিন্তু আমরা যখন আমাদের সহযোগীদের সাথে সামনাসামনি দেখা করি, তখন প্রত্যেকের ব্যক্তিগত প্রাইভেসিকে সম্মান করাটাও খুব গুরুত্বপূর্ণ।

উইকিম্যানিয়া ২০১৬-এর একটি সুন্দর দলগত ছবি। এই ছবি আলোকচিত্র ধারণের নীতিমালা মেনে ধারণ করা হয়েছে।

এই শর্তাবলীতে সবাই নিবন্ধনের সময় সম্মত হয়েছে

“I understand that I am not allowed to take or publish photographs or videos of people at this conference without getting consent of everyone depicted. Standing up for a group photo is considered consent, as is publicly presenting on stage. If I do not want my image captured on photo or video at all, I can ask for a special lanyard at registration”

রিবন

These are the two lanyards at Wikimania:
Photo of the default lanyard Photo of the no-photo lanyard
অনুমতিসহ ছবি তোলা যাবে ছবি তোলা যাবে না

ব্যবহারিক পর্যায়ে এর অর্থ কী

  • কেউ যদি "ছবি তুলতে চাই না" রিবন পরে থাকেন, তবে তারা কোনোপ্রকার ছবি বা ভিডিওতে আসতে চাইছেন না। ইচ্ছাকৃতভাবে এ ধরনের রিবন পরিহিত কারো ছবি তোলা সম্মেলনের বন্ধুত্বপূর্ণ নীতিমালার সাথে সাংঘর্ষিক।
    • Certain sessions of the conference are marked as “no photography” in the program No photography, and will be announced as such at the beginning of the session.
  • কেউ যদি "অনুমতি প্রদানপূর্বক ছবি তুলতে আগ্রহী" রিবন পরে থাকেন, তবে তার অনুমতি সাপেক্ষে ছবি বা ভিডিও ধারন করা সম্ভব।
  • অনুমতি গ্রহণের পাশাপাশি ছবির সম্ভাব্য ব্যবহার উল্লেখ করাও কাঙ্ক্ষিত। উদাহরণস্বরূপ, আপনি হয়ত ছবি কোনো পাবলিক ওয়েবসাইটে উন্মুক্ত লাইসেন্সে আপলোড করবেন (যেমন উইকিমিডিয়া কমন্সে); বা নন-পাবলিক ওয়েবসাইটে (যেমন ফেসবুক), বা প্রাইভেট রাখবেন (সরাসরি উক্ত ব্যক্তিকে ইমেইল করবেন)।
  • ভিড়ের ছবি ধারণ-এর ক্ষেত্রে (যেমন নির্দিষ্ট দূরত্বে অনেক মানুষ রয়েছে এমন) মূল ব্যাপার হলো শনাক্তকরণের সম্ভাব্যতা। একজন ব্যক্তিকে যদি পৃথকভাবে শনাক্ত করা যায় – তারা ছবিতে বিশেষভাবে রয়েছেন বা এমন কিছু, তবে তার অনুমতি নিয়ে নিন।
  • বিশেষভাবে সতর্ক থাকুন সেইসব ক্ষেত্রে, যখন মানুষ ছবি তুলতে কম পছন্দ করে। যেমন খাবার বা পান করার সময়, বা ব্যক্তিগত আলাপকালীন সময়।

কীভাবে অনুমতি আছে কীনা তা বুঝবেন

  1. প্রেক্ষাপট। ব্যক্তি সরাসরি ছবি তুলতে নিজের আগ্রহী বোঝাতে পারেন। উদাহরণস্বরূপ:
    1. দলগত ছবি ধারণের সময় চলে আসা সকলে যে ছবি তুলতে আগ্রহী তা নিশ্চিত। এটা উন্মুক্ত লাইসেন্সের অধীনে দেয়া যেতে পারে।
    2. মঞ্চে কথা বলছেন এমন সকলে ছবি/ভিডিওর মধ্যে থাকতে সম্মত এবং তা উইকিমিডিয়া কমন্সে দেয়া যেতে পারে, যদি না তিনি "ছবি তুলতে চাই না" রিবন পরিধান করে থাকেন।
  2. জিজ্ঞেস করে নেয়া। যার ছবি তুলতে চান, তিনি আগ্রহী কীনা তা জেনে নিন। এর মানে তারা যদি ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন, হাসেন বা প্রস্তুতি নেন, তবে এটা বোঝা যাবে যে তারা ছবির অস্তিত্ব সম্পর্কে ওয়াকেবহাল।
  3. ছবি ধারণের পরে জিজ্ঞেস করা। ছবি তোলার পরে জিজ্ঞেস করে নিতে পারেন ছবি তোলাটা ঠিক আছে কীনা। সাধারণত “ক্যান্ডিড” বা তাৎক্ষণিক ছবির ক্ষেত্রে এটা অধিক প্রযোজ্য। মৌখিক সম্মতিগ্রহণই যথেষ্ট। আপনাকে স্বাক্ষরকৃত ফর্ম নিতে হবে না।
এই সকল উপায়ের মধ্যে কোনো এক উপায়ে অনুমতিগ্রহণ আলোকচিত্রীর দায়িত্ব।

আপনি যদি যার ছবি তোলা হচ্ছে তাকে দেখতে পান এবং তিনি আপনাকে দেখতে না পান, তবে আপনাকে অনুমতি নিতে হবে।

উইকিমিডিয়ার কোনো আয়োজনের নিয়ম হচ্ছে বিষয় নিজে উইকিমিডিয়া কমন্সের কোনো ছবিতে নিজেকে শনাক্ত করে তা অনুমতিবিহীন হলে সরিয়ে দেয়ার অনুরোধ করবেন।

সহজ কথায়

আপনি যদি জুম লেন্স দিয়ে কারো খাবার সময়ের ছবি তোলেন এবং সেটা উন্মুক্ত লাইসেন্সের অধীনে পাবলিক ওয়েবসাইটে আপলোড করেন, তবে সেটা খুবই বিশ্রী।