২০২৩:উইকিম্যানিয়া
১৬–১৯ আগস্ট ২০২৩, সিঙ্গাপুর এবং অনলাইন
উইকিম্যানিয়া হলো উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা হোস্টকৃত সকল মুক্ত জ্ঞানের প্রকল্প তথা
Wikimedia Commons,
MediaWiki,
Meta-Wiki,
Wikibooks,
Wikidata,
Wikinews,
Wikipedia,
Wikiquote,
Wikisource,
Wikispecies,
Wikiversity,
Wikivoyage,
Wiktionary উদযাপনে আয়োজিত বার্ষিক সম্মেলন – এতে রয়েছে আলোচনা, মিটআপ, প্রশিক্ষণ, এবং কর্মশালা। বিশ্বজুড়ে শত শত স্বেচ্ছাসেবক এবং মুক্ত জ্ঞানের নেতৃত্ব দানকারীরা সমস্যা নিয়ে আলোচনা করতে, নতুন প্রকল্প এবং পদ্ধতির প্রতিবেদন করতে এবং ধারণা বিনিময় করতে সমবেত হন।
এই ১৮তম সংস্করণটি উইকিমিডিয়া পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর (ইএসইএপি)-এর স্বেচ্ছাসেবক, চ্যাপ্টার এবং ব্যবহারকারী দলের পারস্পারিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
ওয়ার্কশপ এবং প্রাক-সম্মেলন কার্যক্রম ১৫ আগস্টে হবে এবং সম্মেলন-পরবর্তী ও সিটি ট্যুর হবে ২০ আগস্টে।
There are 11 weeks, 7 hours, 50 minutes and 50 seconds until Wikimania 2023. (refresh)